Views Bangladesh Logo

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এই ঝাঁকুনি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদী শহর থেকে ১১ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭ এবং গভীরতা ১০ কিলোমিটার। তাদের হিসাব অনুযায়ী, উৎপত্তিস্থল ছিল ঢাকা শহর থেকে ৮ কিলোমিটার উত্তর-পূর্বে।

রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারাও হালকা কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকায়। আবহাওয়া অফিসের সিসমিক সেন্টার (আগারগাঁও) থেকে উৎপত্তিস্থলের দূরত্ব মাত্র ৬ কিলোমিটার পূর্বে।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর জানান, সন্ধ্যা ৬টা ৬ মিনিটের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৭। উৎপত্তিস্থল—ঢাকা মহানগরীর বাড্ডা।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলাকে কেন্দ্র করে ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

গতকাল শুক্রবার সকালে অনুভূত হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাধবদী (নরসিংদী), যা ঢাকার পূর্বে প্রায় ১৩ কিলোমিটার দূরে। সেই শক্তিশালী ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ