Views Bangladesh Logo

টঙ্গীর জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, চার দিনে ছয়জনের মৃত্যু

ঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমায় আরও একজন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার দেওপুরা গ্রামের আজিজুর রহমান (৭২)। আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে ময়দানের ওজুখানার পাশে হঠাৎ স্ট্রোক করে তার মৃত্যু হয়।

এই ঘটনায় চার দিনের মধ্যে জোড় ইজতেমায় মোট ছয়জন মুসল্লির মৃত্যু হলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, ইজতেমা ময়দানে ২৮ নভেম্বর থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে এবং ২ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

তবে আগামী বছর জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ