সুদানে ড্রোন হামলায় আরও এক বাংলাদেশি শান্তিরক্ষী আহত
সুদানে বিচ্ছিন্নতাবাদী বাহিনীর ড্রোন হামলায় আরও এক বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। এ নিয়ে জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর আহত সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়াল নয়জনে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সুদানের আবেই এলাকায় ইউএন মিশনের একটি ক্যাম্পে ড্রোন হামলার ঘটনায় প্রথমে আটজন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন। পরবর্তীতে আরও একজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা নয়জনে দাঁড়ায়।
আহত শান্তিরক্ষীদের কেনিয়ার নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বাকি সবাই আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।
এদিকে, গত ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলি লজিস্টিকস বেসে ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর ঢাকায় আনা হবে। তাদের জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে বলেও জানিয়েছে আইএসপিআর।
সুদানে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বাংলাদেশ সেনাবাহিনী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে