বাংলাদেশ ও ভারত সফরে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যান আলি
ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার সম্পৃক্ততা আরও জোরদার করতে বাংলাদেশ ও ভারত সফরে শিগগির আসছেন দেশটির ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহুসংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যান আলি।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশে সফরকালে ড. আলি ‘অস্ট্রেলিয়া–বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টনারশিপ প্ল্যান ২০২৫–২০৩০’ উদ্বোধন করবেন । এই পরিকল্পনা ভবিষ্যতে দুই দেশের সহযোগিতার দিকনির্দেশনা দেবে। অস্ট্রেলিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের যাত্রাকে স্বাগত জানিয়েছে এবং এ প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে।
কক্সবাজারে অবস্থানকালে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। তিনি বলেন, ‘এটি আমাদের অঞ্চলের সবচেয়ে বড় ও জটিল মানবিক সংকট।’
দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রেলিয়া মিয়ানমার, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য আগামী তিন বছরে আরও ৩৭০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। এতে ২০১৭ সাল থেকে মোট সহায়তার পরিমাণ দাঁড়াচ্ছে ১.২৬ বিলিয়ন ডলারের বেশি।
বাংলাদেশ সফর শেষে ড. আলি ভারত যাবেন, যেখানে তিনি রাজনৈতিক ও বহু ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং অস্ট্রেলিয়া-ভারত জনগণের সংযোগ আরও মজবুত করার ওপর গুরুত্ব দেবেন।
ড. আলি বলেন, ‘ভারতীয় বংশোদ্ভূত প্রায় দশ লাখ মানুষ এখন অস্ট্রেলিয়ার নাগরিক। তাই জনগণের পারস্পরিক সংযোগ এই সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ।’
ভারতে তিনি ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে মূল বক্তব্য প্রদান করবেন, যেখানে তিনি অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতির পরিচিতি গঠনে ভারতীয় অস্ট্রেলীয়দের অবদান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয় তুলে ধরবেন।
অ্যান আলি বলেন, ‘এই সফরগুলো আলবানিজ সরকার ভারত মহাসাগরীয় অংশীদারদের সঙ্গে শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চল গঠনের যে অঙ্গীকার নিয়েছে, তারই প্রতিফলন,।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে