কাদেরবিরোধী জাপার নতুন চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমিন
জি এম কাদেরকে বাদ রেখেই জাতীয় পার্টির (জাপা) নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত নেতাদের ডাকা ‘দশম জাতীয় কাউন্সিলে’ আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান ও এ বি এম রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে কাউন্সিল শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির।
জহির জানান, কাউন্সিলরদের সমর্থনে কাজী ফিরোজ রশিদ সিনিয়র কো-চেয়ারম্যান এবং মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নতুন চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ সবার সঙ্গে আলোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
নির্বাচিত হওয়ার পর আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আজ থেকে আর কেউ অন্যায়ভাবে পার্টি থেকে বহিষ্কার হবেন না। যারা পার্টির জন্য কাজ করবেন, তাদের মূল্যায়ন করা হবে। আমরা আদর্শিক রাজনীতি এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব’।
নতুন মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আপনাদের সহযোগিতা পেলে দেশের মানুষের জন্য কাজ করতে পারব। যারা এই কাউন্সিলে আসেননি, তাদেরকেও জাতীয় পার্টিতে আমন্ত্রণ জানাচ্ছি’।
দিনভর কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। সভাপতিত্ব করেন বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন, ও কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ।
কাউন্সিলে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য দিদারুল আলম দিদার ও বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) মহাসচিব জাফর আহমেদ জয়। বক্তব্য দেন এই অংশের কো- চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এ টি ইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, নাজমা আকতার, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান, নুরুল ইসলাম মিলন, জিয়াউল হক মৃধা ও খান ইসরাফিল খোকনসহ দলটির অধিকাংশ সিনিয়র নেতা ও বিভিন্ন জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা।
নেতৃত্বের দ্বন্দ্ব থেকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ভাই দলের চেয়ারম্যান জি এম কাদের ৭ জুলাই সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলের ১০ নেতাকে অব্যাহতি দেন।
অব্যাহতিপ্রাপ্ত ওই নেতারা আদালতের দ্বারস্থ হলে ৩১ জুলাই জি এম কাদের ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত।
এরপর জি এম কাদেরের অব্যাহতি দেয়া দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার কথা বলা হয়।
শুক্রবার (৮ আগস্ট) সাংবাদিকদের ডেকে জাতীয় সম্মেলনের ঘোষণা দেন আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নু।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে