হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও স্বাধীন তদন্তের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার দ্রুত, পুঙ্খানুপুঙ্খ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জোর আহ্বান জানিয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এ দাবি জানায়। একই সঙ্গে, কোনো ধরনের মৃত্যুদণ্ড ছাড়াই সহিংসতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের শনাক্ত করে স্বচ্ছ ও ন্যায্য বিচার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়।
অ্যামনেস্টি জানায়, শরীফ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটে গত শুক্রবার (১২ ডিসেম্বর), যখন তিনি রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে রিকশায় করে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি চলন্ত মোটরসাইকেল থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
শরীফ ওসমান হাদির মরদেহ গতকাল শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয়। মরদেহ বহনকারী বিমানটি বিকেল ৫টা ৪৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের বিশেষ অনুরোধ ও দাবির পরিপ্রেক্ষিতে শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মানবাধিকার সংস্থাটির বিবৃতির পাশাপাশি দেশজুড়ে শোক ও প্রতিবাদের আবহে ওসমান হাদি হত্যার বিচার দাবি জাতীয় পরিসর ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাস দিলেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পর্যবেক্ষণ বিষয়টিকে বৈশ্বিক নজরে নিয়ে এসেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে