আওয়ামী লীগ কর্মী সন্দেহে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত চায় অ্যামনেস্টি
ঢাকার জিরো পয়েন্টে গত রবিবার আওয়ামী লীগ কর্মী ভেবে কিছু মানুষের উপরে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত চায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন।
বিবৃতিটি মঙ্গলবার (১২ নভেম্বর) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক-সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে