জামায়াতের কারণে জাতীয় স্থিতিশীলতা হুমকিতে: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন তুলেছেন, জামায়াতে ইসলামী কি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়?
বুধবার (১৭ সেপ্টেম্বর) বনানীর সারিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খসরু বলেন, পিআর ব্যবস্থা চালুর দাবিকে নির্বাচনে অংশগ্রহণে অনীহার সঙ্গে যুক্ত করা যায়। তিনি বলেন, ‘পিআরের দাবি ও সংশ্লিষ্ট আন্দোলনগুলো জনমনে শঙ্কা তৈরি করেছে।’
তিনি বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোকে বৈধভাবে অবস্থান তৈরি করতে হলে জনগণের ম্যান্ডেট নির্বাচনেই নিতে হয়।’
প্রতিবাদ কর্মসূচি আয়োজনকারী দলগুলোর সমালোচনা করে খসরু বলেন, ‘তারা সম্মেলন কমিশনের চলমান আলোচনার প্রতি কোনো শ্রদ্ধা দেখাচ্ছে না। তিনি আরও যোগ করেন, যারা জাতীয় স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা করছে, শেষ পর্যন্ত জনগণই তাদের রাজনৈতিক পরিণতি নির্ধারণ করবে।’
বিএনপির অবস্থান প্রসঙ্গে খসরু পিআর আন্দোলন বিএনপিকে চাপের মুখে ফেলেছে এমন দাবি নাকচ করেন। তিনি বলেন, ‘ভোটাররা যখন নির্বাচনের অপেক্ষায়, তখন রাজনৈতিক সম্পৃক্ততা আসতে হবে নির্বাচনী প্রচারণার মাধ্যমে। আমাদের দলের নেতা-কর্মীরা ইতোমধ্যেই মাঠে নেমে ভোটের প্রস্তুতি নিচ্ছেন।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে