Views Bangladesh Logo

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স এবং কুমারগাঁও বাসস্ট্যান্ডে পরিত্যক্ত একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রাত থেকে ভোর পর্যন্ত দুই স্থানে ঘটে। শনিবার রাতে ও রোববার ভোরে এ ঘটনা ঘটে। আগুনে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়, বাসটিও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে চৌহাট্টায় অবস্থিত শামসুদ্দিন হাসপাতালের পার্কিংয়ে মোটরসাইকেলে এসে পাঁচজন যুবক প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাদের মধ্যে দুইজন অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হঠাৎ করেই কয়েকজন যুবক এসে অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুনে অ্যাম্বুলেন্সটির কোনও অংশই অক্ষত থাকেনি।

এর এক ঘণ্টা পর, ভোরে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় হৃদয় পরিবহন নামে পরিত্যক্ত একটি বাসেও আগুন লাগানো হয়। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোবাশ্বির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করে। ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ