হাদির ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু হয়েছে। সমাবেশটি সোমবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেন।
মাঠপর্যায়ে দেখা গেছে, সমাবেশ শুরু হওয়ার আগেই শহীদ মিনার এলাকায় অংশগ্রহণকারীদের উপস্থিতি বাড়তে শুরু করে। দুপুর থেকেই ভেন্যু প্রস্তুতির কাজ চলছিল, যেমন মঞ্চ নির্মাণ ও চেয়ার সাজানো। ধীরে ধীরে শহীদ মিনার প্রাঙ্গণ বিভিন্ন গ্রুপের আয়োজনের মধ্য দিয়ে বিশাল প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
সমাবেশ চলাকালে অংশগ্রহণকারীরা বারবার প্রতিবাদী স্লোগান দেন, যেমন “আমরা সবাই হাদি হবো, আমরা ক্ষমতার কাছে সত্য বলব”, “নারায়ে তকবীর—আল্লাহু আকবার”, এবং “এক হাদির রক্তে জন্ম নেবে লক্ষ হাদি।” তারা শরিফ ওসমান হাদির ওপর হামলার ন্যায়বিচার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।
আনুষ্ঠানিকতা শুরুর আগে মঞ্চে গান ও কবিতা পাঠের আয়োজন করা হয়। সংগীত ও কবিতার মাধ্যমে বক্তারা সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রথার প্রতি আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত অনেক অংশগ্রহণকারী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকে কঠোরভাবে নিন্দা জানান এবং হামলাকারীদের শনাক্তকরণ ও দ্রুত বিচারের দাবি জানান। বক্তারা বারবার জোর দিয়ে বলেন, রাজনৈতিক প্রকাশের ক্ষেত্রে সহিংসতার কোনো স্থান নেই।
সংগঠকরা বলেন, এই সমাবেশের লক্ষ্য হলো শরিফ ওসমান হাদির ওপর হামলার বিরুদ্ধে এবং গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ও স্পষ্ট অবস্থান নিবন্ধন করা। তারা আরও যোগ করেন, রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু তা কখনো সহিংসতায় পরিণত হতে পারবে না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে