এনসিপির নেতৃত্বে জোট ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তিনটি দলকে নিয়ে ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ ঘোষণা করেছে। এই জোটের উদ্দেশ্য হলো জুলাই মাসের গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা করা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠন করা।
রোববার (৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তিনদলীয় জোটের ঘোষণা করা হয়। জোটে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) অংশ নিচ্ছে। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও দল জোটে যুক্ত হতে পারে। তবে গণঅধিকার পরিষদকে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও তাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। আগামী নির্বাচনে জোটের মনোনীত প্রার্থীরা যে কোনো একটি প্রতীকের মাধ্যমে ভোটে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছে, আমরা সেই যাত্রা শুরু করছি।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে