গাজীপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় সোমবার সকালে ছিনতাইয়ের অভিযোগে এক অজ্ঞাতনামা যুবক গণপিটুনিতে নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ৮টার দিকে ওই যুবক একটি যাত্রীবাহী বাসে থাকা এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং বেধড়ক মারধর করে।
গুরুতর আহত অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বয়স প্রায় ২২ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। তিনি কালো প্যান্ট ও নীল শার্ট পরা ছিলেন। তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, 'আমরা ঘটনাটির খবর পেয়েছি। বিস্তারিত তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে