Views Bangladesh Logo

অনিয়ম রোধে সব প্রকল্পের টেন্ডার অনলাইনে: পরিকল্পনা উপদেষ্টা

নিয়ম ও অস্বচ্ছতা দূর করতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এখন থেকে অনলাইনে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। চূড়ান্ত হওয়া আইনটি আগামী সপ্তাহেই গেজেট আকারে প্রকাশের কথাও জানান তিনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এখন থেকে যোগ্য প্রতিষ্ঠানকেই মূল্যায়ন করা হবে। প্রভাব নয়, যোগ্যতার ভিত্তিতে কাজ দেয়া হবে। কোনো প্রতিষ্ঠান ঋণখেলাপি হলে বা আগের কোনো অনিয়মে জড়িত থাকলে, তাকে দরপত্রে অযোগ্য বিবেচনা করা হবে।

‘এতে গুটিকয়েক মাফিয়া প্রতিষ্ঠানের আধিপত্য বন্ধ হবে’- বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের ১৪তম এবং ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় এই বৈঠকে আট হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার ‘নীরব বিপ্লব’ ঘটিয়েছে বলেও মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করেছি। ফলে এখন কর্মকর্তারা প্রকল্প পরিচালনায় আগ্রহ দেখাচ্ছেন না’।

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, কৃষিজমি অধিগ্রহণ না করে এখন থেকে খাসজমি দিয়েই প্রকল্প বাস্তবায়িত হবে। সরকারের বহু খাসজমি অব্যবহৃত পড়ে আছে। উপদেষ্টাদের নিয়ে এ লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। তারা দেশে কী পরিমাণ খাসজমি আছে ও সেগুলো দখলে আছে কি না, তা চিহ্নিত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেবে।

সরকারি ক্রয় সংক্রান্ত আইন সবার মতামত নিয়ে চূড়ান্ত করা হয়েছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘যারা প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন, তারা অনেকেই দেশ ছেড়েছেন। ফলে কেউ আইন প্রণয়নে বাধা দেয়ার সাহস পাননি’।

তিনি আরও বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতি কেন, তা খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বৈঠকে বসবে সরকার। এলডিসি থেকে উত্তরণ হলে সহজ শর্তে আর ঋণ পাওয়া যাবে না। তাই এই সময়টাকে শেষ সুযোগ হিসেবে দেখে ভালো প্রকল্পের জন্য সহজ শর্তে যতোটা সম্ভব ঋণ নিতে চায় সরকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ