সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
জুলাই গণআন্দোলনের চেতনায় বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধর্ম ও জাতিগত বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বার্তায় শনিবার (২৭ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘সব অন্ধকার, অন্যায় ও অশুভ পরাজিত এবং সত্য ও কল্যাণের জয় হোক। বাংলাদেশ কল্যাণ ও সমৃদ্ধির পথে এগিয়ে যাক, দুর্গাপূজা উপলক্ষে এটিই আমার প্রার্থনা’।
উৎসব উপলক্ষে সব হিন্দু নাগরিককে শুভেচ্ছা ও শুভকামনাও জানান ড. ইউনূস।
তিনি বলেন, দুর্গাপূজা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। হিন্দু বিশ্বাস অনুসারে, দেবী দুর্গা তার ভক্তদের আশীর্বাদ, অশুভ শক্তিকে ধ্বংস এবং সৃষ্টিকে লালন করতে পৃথিবীতে অবতরণ করেন।
‘সত্য ও সৌন্দর্যের এই পূজা দুর্গাপূজাকে অনন্য তাৎপর্য প্রদান করে’- বলেন তিনি।
ড. ইউনূস বলেন, ‘বিশ্বাস নির্বিশেষে আমাদের সাধারণ পরিচয় হলো, আমরা সবাই বাংলাদেশি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই চেতনাকে সমুন্নত রেখে আশা করি, সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসাহ-উদীপনায় দুর্গাপূজা উদযাপিত হবে’।
তিনি আরও বলেন, ‘শান্তি, বন্ধুত্ব এবং সাম্য সব ধর্মের মূলমন্ত্র। মানবতার সেবা করা তাদের চূড়ান্ত শিক্ষা। নিজস্ব বিশ্বাস অনুশীলনের পাশাপাশি আমাদের পারস্পরিক শ্রদ্ধা, করুণা ও সংহতি বজায় রাখতে হবে। এতে সমাজে শান্তির পরিবেশ তৈরি হবে’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে