৫ আগস্ট সব পোশাক কারখানা বন্ধ
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্দেশে মঙ্গলবার (৫ আগস্ট) সারা দেশের সব পোশাক কারখানা বন্ধ থাকবে। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এর বর্ষপূর্তিতে এই বন্ধ ঘোষণা করা হয়েছে, যেদিন ছাত্রজনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রোববার (৩ আগস্ট) এ নির্দেশনা দেয়া হয়,
২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে ৫ আগস্টকে সাধারণ ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।
বিজিএমইএ’র মতে, ‘বাংলাদেশ শ্রম আইন ২০০৬’ এর ধারা ১১৮ এবং ‘বাংলাদেশ শ্রমবিধি ২০১৫’ এর বিধি ১১০ অনুসারে পোশাক কারখানাগুলো সাধারণত বছরে ১১টি উৎসব ছুটি পালন করে। যেহেতু ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে বছরের মাঝামাঝি ছুটি ঘোষণা করা হয়েছিল, তাই এটি উৎসব ছুটির প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত ছিল না।
ফলে, শ্রম আইনে ৫ আগস্ট কারখানা বন্ধ রাখার বাধ্যবাধকতা নেই। তবুও, গণআন্দোলনে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সরকারের সিদ্ধান্তে সংহতি প্রকাশ করে সব পোশাক কারখানাকে দিনটি সাধারণ ছুটি হিসেবে পালনের অনুরোধ করেছে বিজিএমইএ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে