শুক্র ও শনিবার খোলা থাকবে সব কাস্টম হাউস
দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখতে আগামী শুক্র ও শনিবার (১১ ও ১২ জুলাই) দেশের সব কাস্টম হাউস খোলা থাকবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) কাস্টমস নীতির প্রথম সচিব মু. রইচ উদ্দিন খান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, গত কয়েকদিন আমদানি-রপ্তানি পণ্যচালান ছাড় প্রক্রিয়ায় ধীরগতির কারণে বাণিজ্যে কিছুটা বিঘ্ন ঘটে। এ অবস্থায় দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সকল কাস্টম হাউসকে এ সময়ের মধ্যে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে