Views Bangladesh Logo

আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু

ট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের পর বিচার শুরুর নির্দেশ দেন।

এদিন চিন্ময় দাসসহ কারাগারে থাকা গ্রেপ্তার আসামিরা কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানিয়েছেন, মামলার প্রথম ধার্য তারিখ ১৪ জানুয়ারি ছিল। সেই দিন নথিপত্র পর্যালোচনা করা হয়েছিল। সব আসামির উপস্থিতিতে ১৯ জানুয়ারি চার্জগঠনের দিন নির্ধারণ করা হয় এবং আদালত মামলাটিতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন।

মামলায় বলা হয়েছে, ২০২৪ সালের ২৬ নভেম্বর, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। এ সময় তিনি এবং তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান। পুলিশ সদস্যদের ওপর হামলার পাশাপাশি আদালত প্রাঙ্গণে উসকানিমূলক সহিংসতা চালানো হয়।

পরবর্তীতে আদালতের প্রবেশপথে আইনজীবী আলিফের ওপর হঠাৎ হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র, লাঠি, রড ও পাথর ব্যবহার করে আলিফের শরীরে ২৬টি গুরুতর আঘাত করে এবং একটি পা ভেঙে দেয়। গুরুতর আহত অবস্থায় আলিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ