আলিফ হত্যা মামলার চার্জশিট গ্রহণ, ১৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছেন। সোমবার ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন চার্জশিটের বৈধতা শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার বাদী ও আলিফের বাবা জামাল উদ্দিন এসময় আদালতে উপস্থিত ছিলেন।
অ্যাপিএস মেসবাহুল ওয়াজেদ চৌধুরী সাংবাদিকদের জানান, মামলায় নতুন করে এক আসামিকে যুক্ত করা হয়েছে। পাশাপাশি আদালত পলাতক থাকা ১৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমানের প্রতিবেদনে প্রমাণের অভাবে তিন আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয় এবং আরেকজনের সঠিক পরিচয় না থাকায় তাকে বাদ দেওয়ার প্রস্তাব করা হয়। তবে আদালত পর্যালোচনা শেষে অভিযোগকারী পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুকান্ত দত্ত নামের আসামিকে বাদ না দিয়ে চার্জশিটে অন্তর্ভুক্ত রাখেন। তদন্ত প্রতিবেদনে সুকান্ত দত্তকে অস্ত্র, মাদক, চুরি ও ডাকাতিসহ আট মামলার আসামি এবং ‘চিহ্নিত সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঁইয়া বলেন, চার্জশিট গ্রহণ হওয়া বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি।
এর আগে গত ১০ আগস্ট তদন্ত প্রতিবেদন নিয়ে বাদী জামাল উদ্দিনকে শুনানিতে হাজির করেন আদালত। তিনি আসামিদের বিষয়ে কোনো আপত্তি তুলবেন না বলে জানান।
বর্তমানে মামলার ২০ আসামি কারাগারে রয়েছেন, আর ১৮ জন এখনো পলাতক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে