Views Bangladesh Logo

নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান আলী রীয়াজের

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, দেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি বলেন, আগামী প্রজন্মের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে, তার সিদ্ধান্ত নির্ধারিত হবে এই ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মধ্য দিয়েই।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুরের আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণ প্রজন্ম পাবে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ। তিনি উল্লেখ করেন, জুলাই সনদ কাগজে-কলমে লেখা হলেও এর ভিত্তি গড়ে উঠেছে জুলাই আন্দোলনে শহীদদের রক্তের ওপর। এই সনদ বাস্তবায়ন করতে হলে গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ বলতে হবে।

তিনি আরও বলেন, গণভোটে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলকে ভোট দেওয়া হচ্ছে না। জনগণ যদি ‘হ্যাঁ’ বলে, তাহলে কোনো রাজনৈতিক দলেরই সংস্কার প্রক্রিয়া আটকে রাখার সুযোগ থাকবে না।

গত ষোলো বছরে ব্যাপক লুটপাট ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে অনেক ক্ষেত্রে এই অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যৎ নিয়ে সতর্ক করে তিনি বলেন, বাংলাদেশে যাতে আবার কোনো ফ্যাসিবাদ গড়ে না ওঠে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে, আর গণভোট সেই সজাগ থাকার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।

সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য কমিশন) মনির হায়দারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ