Views Bangladesh Logo

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

সন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার বিকেলে রংপুরের আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, 'আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে, তা নির্ধারিত হবে এই ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণ প্রজন্ম পাবে একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ।'

তিনি বলেন, নতুন করে দেশ গড়তে হলে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। যদিও জুলাই সনদ কালো কালিতে লেখা, প্রকৃত অর্থে এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনে শহীদদের রক্ত দিয়ে। এই সনদ বাস্তবায়নের পথই হচ্ছে গণভোটে ‘হ্যাঁ’ বলা।

গণভোটে কোনো ব্যক্তি বা দলকে ভোট দেওয়া হচ্ছে না উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, 'জনগণ যদি ‘হ্যাঁ’ বলে, তবে কোনো রাজনৈতিক দলের পক্ষেই সংস্কার প্রক্রিয়া আটকে রাখা সম্ভব হবে না। দীর্ঘ ১৬ বছর ধরে জনগণের অর্থ লুটপাট হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বহু ক্ষেত্রে এই লুটপাট ও দুর্নীতি বন্ধ হবে।'

তিনি আরও বলেন, 'দেশে যাতে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। গণভোট জনগণের সেই সজাগ থাকার অন্যতম একটি মাধ্যম।'

সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ