জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছানোর প্রত্যাশা আলী রীয়াজের
জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
বুধবার (২ জুলাই) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার শুরুতে তিনি এ মন্তব্য করেন।
সংলাপের অগ্রগতি ও চ্যালেঞ্জ সম্পর্কে আলী রিয়াজ বলেন, ‘কখনো কখনো আমরা অগ্রসর হই, কখনো আবার যতটা অগ্রসর হতে চাই, ততটা না পেরে খানিকটা হতাশ হই; কিন্তু তবুও আমার মনে হচ্ছে, আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝিতে একটি সনদের জায়গায় যেতে পারব।’
আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ‘আপনাদের সবার চেষ্টা ও সহযোগিতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। দলগত, জোটগত ও ব্যক্তিগতভাবে চেষ্টা করে আমরা আশাবাদী হয়েছি। আমি মনে করি, আমরা এই জায়গাটিতে পৌঁছাতে পারব। কারণ আমাদের সবার সেই আন্তরিক চেষ্টা আছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে, যা একটি সাধারণ ভিত্তি খুঁজে পাওয়ার আশা জাগিয়েছে।‘
আলী রিয়াজ বলেন, ‘প্রতিদিন হয়তো অগ্রগতি অর্জন করতে হচ্ছে না, কিন্তু আমরা ধীরে ধীরে এগোচ্ছি। বিভিন্ন কাঠামো নিয়ে আলোচনা করছি এবং পারস্পরিক বোঝাপড়া তৈরির চেষ্টা করছি।’
জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্মরণে তিনি বলেন, ‘আমরা আমাদের বন্ধু, কর্মী ও ভাই-বোনদের হারিয়েছি। অনেকে আহত অবস্থায় এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, লড়াই করছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা ও দায়বদ্ধতা থেকে এখানে আমাদের আসা।’
সভায় সভাপতিত্ব করেন আলী রীয়াজ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার এবং ড. আইয়ুব মিয়া।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে