Views Bangladesh Logo

মৌলিক সংস্কারের প্রশ্নে সবাইকে একমত হওয়ার আহ্বান আলী রিয়াজের

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজনৈতিক দলগুলোর প্রতি দলীয় গণ্ডির বাইরে গিয়ে মৌলিক সংস্কারের প্রশ্নে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, 'সব বিষয়ে একমত হওয়ার প্রয়োজন নেই। তবে কিছু মৌলিক ইস্যুতে আমাদের এক হতে হবে—যেমনটা আমরা গত বছরের জুলাইয়ে ফ্যাসিবাদের পতনের প্রশ্নে একমত হয়েছিলাম।'

শনিবার (১২ জুলাই) ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত ‘ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, 'রাষ্ট্র কাঠামোকে গণতন্ত্রায়িত করতে হলে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করতে হবে। এই লক্ষ্যে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে আমরা সংবিধানে ঘোষিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারি।'

তিনি আরও বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত আমাদের ওপর দায়িত্ব দিয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা সেই দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি? আসুন, আমরা সবাই নিজেকে সেই প্রশ্নটি করি।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ