Views Bangladesh Logo

রাজাকার-আলবদরদের জন্য আওয়ামী লীগই উপযুক্ত দল ছিল: মির্জা আব্বাস

 VB  Desk

ভিবি ডেস্ক

৯৭১ সালে মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার–আলবদরদের জন্য আওয়ামী লীগই ‘উপযুক্ত দল’ ছিল বলে মস্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাঁর দাবি, নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে।

বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে এক মেডিকেল ক্যাম্প উদ্বোধন উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও আলবদররা পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছিল, আর এখন তারা আবার ভোট চাইছে। তিনি প্রশ্ন রাখেন, তারা কি এমন বাংলাদেশ চেয়েছিল?

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটি ‘অসভ্য আচরণ’ করে। তাঁর ভাষায়, ‘আমরা তাদের মতো আচরণ করতে পারি না বলেই তাদের কণ্ঠস্বর এত উঁচু।’ তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট দলগুলো ধর্মের অপব্যাখ্যা করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। দেশবাসীকে এসব কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ