আ.লীগ তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করছে: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যে কর্মকাণ্ডেজড়াচ্ছে, তা তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, এগুলোতে কিছু যায় আসে না। এটা বড় কোনো ঘটনা নয়। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশ ছেড়েপালিয়েছে। এখন তাদের করণীয় বলতে এই ধরনের কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নেই।
তিনি বলেন, আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, তখন তাদের সমর্থকরা এর বাইরে আর কী-ই বা করতে পারে! দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন তারা যেসব কাজ করছে, সেগুলো নিছক ধ্বংসাত্মক কার্যক্রম।
বিদেশে এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছুই হতে পারে। এটা আমাদের জন্য বড় কোনো বিষয় নয়। গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘটনা হয়ে থাকে—যার সমর্থন আছে, সেও করতে পারে; আবার যার সমর্থন নেই, সেও করতে পারে। এ কাজ করতে তো তেমন কষ্ট হয় না।
নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, নিরাপত্তা কোনো দূতাবাস দেয় না। সেটা সংশ্লিষ্ট দেশের বিষয়। তবে দূতাবাসেরইন্টেলিজেন্সটিমের এ বিষয়ে জানা থাকা উচিত ছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে