Views Bangladesh Logo

প্রশাসনে বসে আছে আওয়ামী লীগের দোসর: রিজভী

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের দোসররা বসে আছে। তারা সমাজে তাণ্ডব চালাচ্ছে, বালুমহাল ও ঘাট দখলে রেখে ব্যবসা করছে। অথচ প্রশাসন নিশ্চুপ বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার বিচারেরও দাবি তার।


শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাব আতলাশপুরে আওয়ামী লীগের হামলায় আহত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. দোলন ভূঁইয়াকে দেখতে যান রিজভী। এই হামলার বিচারে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, এর দায় প্রশাসনকে নিতে এবং অপরাধীদের গ্রেপ্তার করতে হবে।


বিএনপির এই নেতার অভিযোগ, ‘দলের একজন সাধারণ কর্মীও আওয়ামী সন্ত্রাসীদের হামলা থেকে রেহাই পাচ্ছেন না। অপরাধীদের ছবি পত্র-পত্রিকায় ছাপা হয়েছে, তবুও ব্যবস্থা নেয়া হয়নি। মনে হয়, প্রশাসনের ভেতরে আওয়ামী লীগ বসে আছে’।


শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘তিনি চারজনকে দিয়ে সব অপকর্ম করেছেন। তার উপদেষ্টা তারেক সিদ্দিকী তাকে পরামর্শ দিয়েছিলেন, কিছু মানুষকে হত্যা করতে। এমন পরামর্শ কোনো সভ্য দেশে কল্পনাও করা যায় না। শেখ হাসিনা বলেছিলেন, প্রয়োজনে হেলিকপ্টার থেকে বোমাবর্ষণ করতে। এতোদিন দেশ চালিয়েছেন মানুষ’।


তিনি অভিযোগ করেন, ‘ক্ষমতায় থাকতে শেখ হাসিনার সরকার শিশুদের হত্যা করেছে, প্রায় এক হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে। বাংলাদেশের মানুষ আর এসব ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না’।


দোলন ভূঁইয়ার ওপর হামলার বিচার দাবি করে রিজভী বলেন, ‘আরেকটি ঘটনা ঘটলে নারায়ণগঞ্জ প্রশাসন দায়ী থাকবে। যদি এর পেছনে প্রভাবশালী কেউ থাকেন তবে আমাদের জানান। তিনি বিএনপির হলেও আমরা ব্যবস্থা নেব’।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের সঙ্গে ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ