Views Bangladesh Logo

রাজশাহীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে তাণ্ডব

রাজশাহী মহানগরীর কাজলা নতুন বৌ বাজার এলাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাড়িতে গভীর রাতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মতিহার থানার ওসি আব্দুল মালেক।

ওসি জানান, হামলাকারীরা বাড়ির টেলিভিশন, ফ্রিজ, এসি ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া বিপ্লবের বাবা হেলাল উদ্দিনকে (৬২) একটি কক্ষে আটকে রাখা হয় এবং মা খালেদা বেগমকে (৫৩) মারধর করা হয়। বাড়িতে থাকা তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

হামলার বিষয়ে বিপ্লবের পরিবার সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেনি এবং থানায় কোনো অভিযোগও দেয়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, রাত সাড়ে ১১টার দিকে প্রায় এক থেকে দেড়শ জন হামলাকারী বিপ্লবের বাড়িতে আসে। গেটে তালা থাকায় ৩০-৪০ জন প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে দোতলায় উঠে বিপ্লবকে খুঁজতে থাকে। ৫ আগস্টের পর থেকে বিপ্লব আত্মগোপনে থাকায় তাকে না পেয়ে হামলাকারীরা তাণ্ডব চালায়। বিস্ফোরণের শব্দও শোনা যায়। প্রায় সাড়ে ১২টার দিকে তারা চলে যায়।

হামলাকারীরা চলে যাওয়ার পর পরিবারের লোকজন ৯৯৯-এ ফোন করলে টহল পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত খালেদা বেগমকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়। তবে ভয়ে তিনি বাড়ি থেকে বের হননি।

মতিহার থানার ওসি বলেন, “খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। স্বামী-স্ত্রীকে মারধর করা হয়েছে, কিছু জিনিস ভাঙচুরও হয়েছে। খুব গুরুতর মারধর নয়—ভাঙচুরই বেশি। থানায় অভিযোগ দিতে বলেছি, কিন্তু এখনো কেউ আসেনি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ