Views Bangladesh Logo

মেহেরপুরে কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

মেহেরপুর জেলা কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

গোলাম মোস্তফা মেহেরপুর সদর উপজেলার মহাজনপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহাজনপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের ১৫ ডিসেম্বর রাতে সদর থানা পুলিশের এক অভিযানে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালে সংঘটিত একটি ‘কথিত বন্দুকযুদ্ধে’ জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল্লাহ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলা এবং একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। নিহত তারিক সাইফুল্লাহর পরিবারের পক্ষ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ওই হত্যা মামলা দায়ের করা হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার কারাগারে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গোলাম মোস্তফা। প্রথমে তাকে স্থানীয় জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মেহেরপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ আমানুল্লাহ বলেন, গোলাম মোস্তফা বিস্ফোরক ও হত্যা মামলায় কারাবন্দি ছিলেন। শনিবার সকালে অসুস্থতা অনুভব করলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ