যুক্তরাষ্ট্রে আ.লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার
নিউইয়র্কে হেনস্থা ও ডিম নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টা (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের নিকটবর্তী পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্টে তিনি এ মামলা দায়ের করেন। বিষয়টি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিশ্চিত করেন আখতার হোসেন।
মামলায় দুজনের নাম উল্লেখসহ আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আখতারের অভিযোগ, হামলার পরও বিমানবন্দরের লবি ও অন্যান্য স্থানে তাকে নানাভাবে হেনস্তার চেষ্টা করা হয়।
ভিডিও বার্তায় তিনি বলেন, “বিমানবন্দরে হামলার পর সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসীরা আবারও হোটেলের লবিতে হামলার উদ্দেশ্যে আসে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা ও আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশকে অবহিত করেন। পরে তদন্ত কর্মকর্তা আমাদের মামলা করার পরামর্শ দেন। সেই অনুযায়ী আমি নিকটস্থ থানায় গিয়ে মামলা করি। যারা ওই দিন আমাদের ওপর হামলা করেছে, হত্যার চেষ্টা করেছে ও হুমকি দিয়েছে—তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।”
উল্লেখ্য, গত সোমবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে যান বিএনপি ও এনসিপি নেতারা। সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ঘিরে ধরে ইউনূসবিরোধী স্লোগান দেন, গালিগালাজ করেন এবং আখতার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে