বেবিচকের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মোস্তফা মাহমুদ সিদ্দিক
দায়িত্ব নিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। সকালে বেবিচকের প্রধান কার্যালয়ে এলে নতুন চেয়ারম্যানকে স্বাগত জানান বিভিন্ন শাখার কর্মকর্তারা।
বুধবার (২ জুলাই) বেবিচকের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দিয়ে এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে ২৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়াকে বেবিচকের চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার করা হয়। তবে, এর কারণ উল্লেখ করা হয়নি।
বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা মোস্তফা মাহমুদ সর্বশেষ ঘাঁটি বীরউত্তম এ কে খন্দকারে এয়ার অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একজন দক্ষ ফাইটার পাইলট হিসেবে তিনি ২ হাজার ৯০০ ঘণ্টারও বেশি উড্ডয়ন সম্পন্ন করেছেন এবং ‘ক্যাটাগরি এ’ ফ্লাইং ইন্সট্রাক্টর হিসেবে সুপ্রতিষ্ঠিত।
মোস্তফা মাহমুদ ১৯৯০ সালের ৮ জানুয়ারি বিমান বাহিনী একাডেমিতে যোগ দিয়ে ১৯৯২ সালের ১৩ অক্টোবর রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্স থেকে জেনারেল ডিউটিজ (পাইলট) শাখায় কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি ১১ স্কোয়াড্রন, ২৫ স্কোয়াড্রন এবং ৩৫ স্কোয়াড্রনের অফিসার কমান্ডিংসহ বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে