শাহজালালে পুশকার্টের ধাক্কায় ভেঙে গেল এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার একটি পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি এ–৩২০ বিমানের সামনের চাকা (নোজ হুইল) ভেঙে গেছে। পুশকার্ট চালকের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তাকে শাস্তিমূলকভাবে অন্যত্র বদলি করা হয়েছে।
রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান। তিনি বলেন, বিমানটির কতটুকু ক্ষতি হয়েছে তা যাচাই করতে একটি কমিটি গঠন করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, শনিবার রাতে যাত্রী তোলা শেষে দরজা লাগানোর পর এয়ার ইন্ডিয়ার বিমানটিকে পুশকার্ট দিয়ে সরানোর সময় অতিরিক্ত ধাক্কায় নোজ হুইল ভেঙে যায়। সঙ্গে সঙ্গেই বিমানটিকে গ্রাউন্ডেড ঘোষণা করা হয়। বিমানে থাকা ১২৬ যাত্রীকে নামিয়ে হোটেলে নেওয়া হয়। রোববার সকালে তাদের কয়েকজনকে মুম্বাইগামী আরেকটি ফ্লাইটে পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত বিমানটি এখনো বে–এরিয়ায় রাখা আছে।
বিমানবন্দরের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘এটা চালকের গাফিলতি ছাড়া কিছুই নয়।’ তিনি জানান, ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে সময় লাগতে পারে। এয়ারক্রাফটটির ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে