Views Bangladesh Logo

সরকারি সফরে আরব আমিরাতে গেলেন বিমান বাহিনী প্রধান

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সরকারি সফরে শনিবার (১৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ইউএই এয়ার ফোর্স অ্যান্ড এয়ার ডিফেন্সের কমান্ডারের আমন্ত্রণে তিনি ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন।

সফরকালীন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান দুবাইয়ে অনুষ্ঠিতব্য ‘দুবাই ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্স ২০২৫ (ডিআইএসিসি ২০২৫)’ এবং ‘দুবাই এয়ার শো ২০২৫’-এ অংশ নেবেন।

এ ছাড়া তিনি বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। এই যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে এবং পেশাগত সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

বিমান বাহিনী প্রধান সরকারি সফর শেষে আগামী ২০ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ