এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চিকিৎসকদের হাতে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী শারীরিকভাবে উপযুক্ত হলে তখনই তাকে দেশ থেকে স্থানান্তর করা হবে।
শনিবার (৬ ডিসেম্বর)বিকেলে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার বর্তমান অবস্থা নিয়ে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া স্থানান্তরের সিদ্ধান্ত হবে না। ডা. জাহিদ বলেন, গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।। বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হলেও কিছুটা বিলম্ব ঘটেছে।
বিলম্বের মূল কারণ হিসেবে ডা. জাহিদ আরও বলেন, কাতারের আমিরের উদ্যোগে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে সেটি বাংলাদেশে পৌঁছায়নি। এছাড়া মেডিকেল বোর্ড ওই সময় নিরাপদভাবে বিমান ভ্রমণ করা সম্ভব নয় বলে মত দিয়েছিল।
তিনি আরও জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। লন্ডন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরাও চিকিৎসা নির্দেশনায় যুক্ত আছেন।
দলটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ানোর জন্য। চিকিৎসাবিষয়ক তথ্য মেডিকেল বোর্ড থেকেই জানানো হবে।
ডা. জাহিদ বলেন, দীর্ঘ ফ্লাইটে উচ্চতার কারণে জটিলতা সৃষ্টি হতে পারে, তাই নিরাপদ অবস্থায় না পৌঁছানো পর্যন্ত বিদেশে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত রয়েছে।
আশা প্রকাশ করে ডা. জাহিদ বলেন, ‘আল্লাহর রহমত ও সকলের দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হবেন।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে