আগারগাঁওয়ের ফুটপাতে চা বিক্রেতার মৃত্যু
আগারগাঁওয়ের তালতলা জনতা হাউজিং গেটের সামনে একটি চায়ের দোকানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মো. বাবলু (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত বাবলু মো. সেলিম মিয়ার ছেলে। মঙ্গলবার রাত ২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসি এইচ) নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি এক মেয়ে ও এক ছেলেকে রেখে গেছেন।
স্বজনদের বরাতে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে বাবলু তার ছোট্ট দোকান থেকে চা বিক্রি করছিলেন। এ সময় প্রতিদ্বন্দ্বী একটি গ্রুপ দোকানের জায়গা দখলের চেষ্টা চালায়। ওই সময় রবিউল নামে এক ব্যক্তি লোহার পাইপ দিয়ে বাবলুর মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ডিএমসি এইচ-এ স্থানান্তর করা হয়।
শেরেবাংলা থানার অফিসার ইনচার্জ ইমাউল হক জানান, ঘটনা দুটি পক্ষের মধ্যে বিরোধ থেকে ঘটেছে। তিনি বলেন, ‘একটি গ্রুপ ফুটপাতের দোকানকে অফিসে রূপান্তর করেছিল, অপরপক্ষ এর বিরোধিতা করে। এ নিয়ে সংঘর্ষের সময় বাবলু আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।’
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাটিতে ফুটপাতের দোকান দখলকে ঘিরে চলমান উত্তেজনার বিষয়টিই এই ঘটনার সূত্রপাত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে