Views Bangladesh Logo

পাকিস্তানের হামলায় ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ খেলবে না আফগানিস্তান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করেছে আফগানিস্তান।

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে সিরিজটি হওয়ার কথা ছিল।

শুক্রবার (১৭ অক্টোবর) এক্সে দেয়া বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলে ফেরার পথে পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটার প্রাণ হারান। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা সিরিজ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

এ ঘটনায় এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য জানানো হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ