আফগানিস্তানের এশিয়া কাপের দল ঘোষণা
রশিদ খানের নেতৃত্বে আসন্ন এশিয়া কাপের জন্য আফগানিস্তান তাদের ১৭ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে।
২০২৪ সালের ডিসেম্বরের পর এটিই তাদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হতে যাচ্ছে। আগের স্কোয়াড থেকে হজরতউল্লাহ জাজাই এবং জুবাইদ আকবরি বাদ পড়েছেন। তাদের পরিবর্তে দলে ফিরেছেন ইব্রাহিম জাদরান, শরফুদ্দিন আশরাফ এবং নাভিন উল হক। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আফগানিস্তান ২৯ আগস্ট থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সাথে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপে আফগানিস্তান তাদের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
আফগানিস্তান স্কোয়াড- রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সিদিকুল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরযাই, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, শরফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিবুর রহমান, আল্লাহা ঘাজানফর, নুর আহমেদ, ফরিদ মালিক, নাভিন উল হক, ফজল ফারুকি।
রিজার্ভ ক্রিকেটার- ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গলকোট খারোটে, আবদুল্লাহ আহমদজাই।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে