জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠক
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সম্ভাব্য গণভোটসহ বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনার মধ্যেই আগামী সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে।
বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকের পর সংসদের উচ্চ কিংবা নিম্নকক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা কিংবা গণভোট কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত জানাতে পারে।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টায় সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে। তবে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কে এই ব্রিফিং করবেন, তা এখনও নির্ধারিত হয়নি।
উল্লেখ্য, গত অক্টোবরে জুলাই সনদে সাক্ষরের পর এর বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশ ঘিরে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে