Views Bangladesh Logo

সরকারি চাকরির দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশের খসড়ায় অনুমোদন

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৩ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশটি আইন মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক বিভাগের ভোটিং-সাপেক্ষে সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

তবে সংশোধিত অধ্যাদেশে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

এর আগে গত ২২ মে অনুষ্ঠিত এক বৈঠকে সরকারি কর্মচারী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যা একই বিভাগের আইনগত পর্যালোচনার জন্য পাঠানো হয়েছিল।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ