বর্তমানে শঙ্কামুক্ত উপদেষ্টা ফারুকী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজার সফরের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীতে এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত কাজের চাপ থেকেই ফারুকী অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা। তাকে বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিন বিকেল ৩টায় চিকিৎসকদের একটি বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ফারুকীর চিকিৎসা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এদিকে, ফারুকীর শারীরিক অবস্থা নিয়ে গুজব বা নির্ভরযোগ্য সূত্রবিহীন কোনো তথ্যে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
উল্লেখ্য, শনিবার (১৬ আগস্ট) রাতে কক্সবাজারে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী। এরপর রাত ১০টার পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে