জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
সমসাময়িক প্রসঙ্গ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কোন বিষয়ে তিনি বক্তব্য রাখবেন- তা সরাসরি জানানো না হলেও, রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার আসন্ন নির্বাচনে অংশগ্রহণ ও পদত্যাগ ইস্যু।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের একটি কর্মসূচিতে বিষয়টি জানানো হয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ইস্যুকে কেন্দ্র করেই আজকের ব্রিফিং- আর সেই পরিপ্রেক্ষিতেই জোর আলোচনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন, কিংবা মনোনয়ন দাখিলের আগে উপদেষ্টা পদ ছাড়ছেন কি না- এসব প্রশ্ন ঘিরে দেশজুড়ে জোর জল্পনা চলছে।
উপদেষ্টার দপ্তর-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজকের সংবাদ সম্মেলনে এই বিষয়গুলো নিয়ে তিনি পরিস্কার বক্তব্য দিতে পারেন। ফলে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের আগ্রহও বেড়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে