Views Bangladesh Logo

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

মসাময়িক প্রসঙ্গ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কোন বিষয়ে তিনি বক্তব্য রাখবেন- তা সরাসরি জানানো না হলেও, রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার আসন্ন নির্বাচনে অংশগ্রহণ ও পদত্যাগ ইস্যু।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের একটি কর্মসূচিতে বিষয়টি জানানো হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ইস্যুকে কেন্দ্র করেই আজকের ব্রিফিং- আর সেই পরিপ্রেক্ষিতেই জোর আলোচনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন, কিংবা মনোনয়ন দাখিলের আগে উপদেষ্টা পদ ছাড়ছেন কি না- এসব প্রশ্ন ঘিরে দেশজুড়ে জোর জল্পনা চলছে।

উপদেষ্টার দপ্তর-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজকের সংবাদ সম্মেলনে এই বিষয়গুলো নিয়ে তিনি পরিস্কার বক্তব্য দিতে পারেন। ফলে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের আগ্রহও বেড়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ