মেঘনায় লঞ্চ দুর্ঘটনা: ঝালকাঠিতে ৪ কর্মীসহ ‘অ্যাডভেঞ্চার-৯’ আটক
চাঁদপুরে মেঘনা নদীতে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি আটক করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঝালকাঠি লঞ্চ টার্মিনালে পৌঁছালে বরিশাল নৌ-পুলিশ লঞ্চটি আটক করে।
নৌ-পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঢাকা থেকে ফেরার পথে লঞ্চটি ঝালকাঠিতে নোঙর করলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়।
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে করে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় তারেক জিয়ার জনসভায় যান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকাফেরত অবস্থায় মেঘনায় দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে ইলেন ভুট্টো’র ব্যক্তিগত সহকারী নাজমুল হক লাবলু জানান, তারেক জিয়ার জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের ঢাকায় নেওয়ার জন্য লঞ্চটি ভাড়া করা হয়েছিল।
বরিশাল নৌ-পুলিশের পুলিশ সুপার নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঝালকাঠিতে আসেন এবং লঞ্চটি আটক করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি ঝালকাঠিতে নোঙর করার পর সারেং, সুকানী, সুপারভাইজার ও ইঞ্জিনচালক পালিয়ে যান। বর্তমানে পুলিশের হেফাজতে থাকা চারজন কেবিন বয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে