Views Bangladesh Logo

অপেক্ষায় অধরা খান

প্রজন্মের গ্ল্যামারাস চিত্রনায়িকা অধরা খান বর্তমানে তার অভিনীত দুটি নতুন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন। ‘মাতাল’-খ্যাত এই নায়িকার জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ এবং সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘দখিন দুয়ার’—দুটো ছবিই মুক্তির জন্য প্রস্তুত। দুটো সিনেমা নিয়েই বেশ আশাবাদী অধরা। ‘ঋতুকামিনী’ ছবিতে তিনি অভিনয় করেছেন নাম ভূমিকায়।

ছবিটি সম্পর্কে অধরার ভাষ্য, এটি একটি পরিপূর্ণ চলচ্চিত্র এবং দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে দেখার অপেক্ষায় আছেন তিনি। এ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন সজল, ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রীনা খানসহ অনেকে। এতে একজন গ্রাম্য মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে।

অন্যদিকে ‘দখিন দুয়ার’ ছবিটিও অধরার কাছে বিশেষ। তিনি জানান, ডাবিং এবং শুটিংয়ের অভিজ্ঞতা থেকে বলতে পারেন, ছবিটিতে খুব ভালো কাজ হয়েছে এবং জীবনঘনিষ্ঠ এই গল্প দর্শকের কাছেও ভালো লাগবে। সিনেমাটিতে অভিনয় করেছেন ফেরদৌস, শিমলা ও আরও অনেকে। পদ্মা নদীর পাড়ে শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে ছবিটির শুটিং হয়েছে। এতে পদ্মা সেতু চালুর আগে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্দশা, পরবর্তী উন্নয়নচিত্র ও সম্ভাবনা তুলে ধরা হয়েছে।

অধরা এর আগে ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ এবং ‘সুলতানপুর’ ছবিতে অভিনয় করেছেন। প্রতিটি চলচ্চিত্রেই তার অভিনয় ও পর্দা উপস্থিতি দর্শকের প্রশংসা কুড়িয়েছে। নতুন প্রজন্মের চিত্রনায়িকা হিসেবে ইতোমধ্যে তিনি নিজেকে গ্রহণযোগ্যতার জায়গায় প্রতিষ্ঠা করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ