Views Bangladesh Logo

হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সাবেক সভাপতি ও জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকালে এ তথ্য জানা যায়।

জানা গেছে, মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের ৫৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানার পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদের ওপর হত্যাচেষ্টা চালানো হয়। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডের পর ৯ নভেম্বর ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠায়।

পরে ১০ ডিসেম্বর তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে ১৯৯০-এর দশকের এই জনপ্রিয় অভিনেত্রী তার বাসায় অবস্থান করছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ