পবিত্র ওমরাহ পালন করলেন চিত্রনায়িকা পূর্ণিমা
বছরের শুরুতেই পবিত্র ওমরাহ পালন করলেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ইবাদত সম্পন্ন করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
সোমবার (১২ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি ছবি প্রকাশ করেন পূর্ণিমা। ছবিগুলো তোলা হয়েছে মদিনার পথে জেদ্দা মেট্রো রেলস্টেশনে। প্রকাশের পরপরই নেটিজেনদের প্রশংসা ও ভালোবাসায় ভরে ওঠে পোস্টটি।
ছবিতে দেখা যায়, আবায়া ডিজাইনের কালো বোরকা ও সাদা হিজাবে পরিপাটি ও সংযত সাজে ধরা দিয়েছেন পূর্ণিমা। ধর্মীয় পরিবেশের সঙ্গে মানানসই তার এই উপস্থিতি ভক্তদের দৃষ্টি কেড়েছে।
ছবির ক্যাপশনে সংক্ষিপ্ত অথচ আবেগঘন অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ সঙ্গে হ্যাশট্যাগে যুক্ত করেন— পূর্ণিমা, ওমরাহ ২০২৫ এবং আবায়া স্টাইল।
এর আগেও কালো বোরকা পরিহিত অবস্থায় মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন পূর্ণিমা। সেখানেও ভক্তদের কাছ থেকে পেয়েছেন অসংখ্য শুভকামনা ও দোয়া।
বছরের শুরুতেই ওমরাহ পালনের খবরে মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন অভিনেত্রী। অনেকেই তার ওমরাহ কবুলের দোয়া জানিয়েছেন।
ধারণা করা হচ্ছে, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে পবিত্র এই সফরে অংশ নিয়েছেন পূর্ণিমা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানাননি তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে