দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরলেন পলি
দীর্ঘ ১২ বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন ঢালিউডের আলোচিত নায়িকা পলি। পরিচালক সাদেক সিদ্দিকীর নতুন সিনেমা ‘দেনা পাওনা’–র মাধ্যমে শুরু হলো তার চলচ্চিত্রজীবনের নতুন অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোটগল্প অবলম্বনে নির্মিত সরকারি অনুদানের এই সিনেমায় একটি আইটেম গানে অংশ নেওয়ার মধ্য দিয়েই পলির ফিরে আসা।
বুধবার এফডিসির ৮ নম্বর ফ্লোরে আইটেম গানের শুটিং অনুষ্ঠিত হয়। গানটির সঙ্গীত পরিচালনা করছেন দেশবরেণ্য সংগীতজ্ঞ শেখ সাদী খান এবং কোরিওগ্রাফি করেছেন ইউসুফ খান। পলির সঙ্গে গানে পারফর্ম করেছেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু, যিনি ‘বড়দা মিঠু’ নামে পরিচিত।
অভিনয়ে প্রত্যাবর্তন প্রসঙ্গে পলি বলেন, ‘১২ বছর পর আবার শুটিং করছি। এই গানটির মাধ্যমেই আমার থার্ড ইনিংস শুরু হলো। অনেক অফার পেয়েছি, কিন্তু ব্যাটে–বলে মিলছিল না। সংসার আর ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। এখন ভাবলাম, বছরে দুই-একটি সিনেমা করা যেতে পারে। তাই আবার শুরু করলাম।’
নিজের স্বভাবসুলভ আত্মবিশ্বাসে তিনি যোগ করেন— ‘পলি মানেই চমক। এই গানটিও দর্শকদের জন্য নতুন চমক হবে।’
২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে পলির। এরপরের ১৩ বছরে তিনি অভিনয় করেছেন প্রায় ১১৩টি সিনেমায়। মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, মেহেদীসহ ঢালিউডের প্রায় সব জনপ্রিয় নায়কের সঙ্গেই দেখা গেছে তাকে। তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল রাজু চৌধুরীর ‘এক নম্বর আসামী’ (২০১২)।
অভিনয় থেকে দূরে থাকলেও পলি থেমে ছিলেন না। গুলশানে বাস করা এই অভিনেত্রী এখন চার সন্তানের মা, পাশাপাশি পরিচালনা করেন নিজের বুটিক হাউস। তবে বড় পর্দায় তার উপস্থিতি নিয়ে দর্শক–সহশিল্পীদের আগ্রহ ছিল বরাবরই। নির্মাতাদের মতে, পলির স্ক্রিন–প্রেজেন্স এখনো আগের মতোই শক্তিশালী।
নতুন সিনেমা ‘দেনা পাওনা’–র শুটিং চলছে। আর দর্শক অপেক্ষায়—দীর্ঘ বিরতির পর পলির এই প্রত্যাবর্তন বড় পর্দায় কতটা চমক জাগায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে