লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ছোট ও বড় পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা তিনু করিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত বুধবার (৩ ডিসেম্বর) শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে জরুরি ভিত্তিতে তাকে ভর্তি করা হয়।
অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন গণমাধ্যমকে জানান, গত ২৪ নভেম্বর থেকেই তিনু করিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ৮ নভেম্বর তিনি বরিশালে গ্রামের বাড়িতে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। তার অক্সিজেন লেভেল দ্রুত কমে গেলে দ্রুত ঢাকায় এনে একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।
দুই দিন আগে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছিল। তবে বুধবার (৩ ডিসেম্বর) হঠাৎ রক্তচাপ ও সুগার লেভেল মারাত্মকভাবে নেমে গেলে তিনি অচেতন হয়ে পড়েন। পরিস্থিতি সংকটজনক হয়ে উঠলে তাঁকে পুনরায় আইসিইউতে নেওয়ার পর শেষ পর্যন্ত লাইফ সাপোর্টে রাখতে হয়।
২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিনয় সূচনা হয়। এরপর টানা দুই যুগ ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে