‘স্বপ্নের নায়কের’ মৃত্যুবার্ষিকী আজ
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বাঁক ঘোরানো অভিনেতা ও ফ্যাশন আইকন ছিলেন সালমান শাহ। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই তিনি কোটি ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। আজ সেই স্বপ্নের নায়ককে হারানোর ২৯ বছর। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে চলে যান তিনি।
ঢাকার ইস্কাটনের বাসায় তার রহস্যজনক মৃত্যু ঘটে। একাধিক তদন্ত শেষে পুলিশ বলেছিল এটি আত্মহত্যা। তবে পরিবার ও ভক্তরা বরাবরই এ সিদ্ধান্ত মানেননি। তাদের দাবি, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ আজও অনুদঘাটিত।
সালমান শাহকে বলা হয় কালজয়ী নায়ক। তার ফ্যাশন, স্টাইল এবং উপস্থিতি আজও প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে। ভক্তদের কাছে তিনি ছিলেন ‘স্বপ্নের নায়ক’।
শিশুশিল্পী হিসেবে সালমানের অভিনয় যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে বিটিভির ধারাবাহিক নাটক পাথর সময়-এর মাধ্যমে। এরপর তিনি অভিনয় করেন বেশ কিছু টিভি নাটক ও বিজ্ঞাপনে। তবে ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। মৌসুমীর সঙ্গে প্রথম ছবিতেই বিপুল জনপ্রিয়তা পান তিনি। এরপর আর তাকে থেমে থাকতে হয়নি।
মাত্র তিন বছরে সালমান শাহ অভিনয় করেন ২৭টি চলচ্চিত্রে। এর মধ্যে বেশিরভাগই ছিল ব্যবসাসফল। তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখি, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার, তোমাকে চাই, আনন্দ অশ্রু—এসব ছবি তাকে বাংলা সিনেমার কিংবদন্তি নায়কের মর্যাদায় পৌঁছে দেয়।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী, মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান ছিলেন বড়। ছোটবেলায় তিনি সংগীতেও পারদর্শী ছিলেন এবং ছায়ানট থেকে পল্লীগীতিতে কোর্স সম্পন্ন করেছিলেন। তার নানা ছিলেন পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর অভিনেতা।
সালমান শাহ চলে যাওয়ার পরও তাকে অনুকরণের চেষ্টা থেমে যায়নি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত পোড়ামন ২ সিনেমায় সিয়াম আহমেদ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গেয়েছিলেন ‘নাম্বার ওয়ান হিরো’ গানটি। আজও নতুন প্রজন্মের নায়কেরা তাকে নিজেদের অনুপ্রেরণা ও আদর্শ বলে মনে করেন।
ভক্তদের হৃদয়ে সালমান শাহ এখনো অমর। তার মতো আর কেউ ছিলেন না, নেই, ভবিষ্যতেও আসবেন না—বাংলা সিনেমার দর্শকরা এভাবেই অম্লান রাখবেন তাদের ‘স্বপ্নের নায়ক’-কে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে