Views Bangladesh Logo

চিত্রনায়ক জসীমের ছেলে ও ‘ওউন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট এ কে রাতুল মারা গেছেন

 VB  Desk

ভিবি ডেস্ক

চিত্রনায়ক জসীমের ছেলে, ‘ওউন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেজ গিটারিস্ট এ কে রাতুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রবিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে শরীরচর্চার সময় হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন।

ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে আলম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে জানান, প্রথমে রাতুলকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে লুবনা হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

২০১৪ সালে ‘ওউন্ড’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ওয়ান এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম টু মুক্তির পর রাতুল ও তার ব্যান্ড ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ব্যতিক্রমধর্মী সাউন্ড ও গানের জন্য ব্যান্ডটি শ্রোতামহলে দ্রুত পরিচিতি পায়।

এ কে রাতুল কেবল একজন গায়কই নন, তিনি ছিলেন দেশের রক সংগীত জগতের একজন প্রতিভাবান প্রযোজক। অনেক খ্যাতনামা ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার ছিল উল্লেখযোগ্য অবদান। তার অকাল মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ