Views Bangladesh Logo

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা হাসান মাসুদ

ভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে তীব্র মাথাব্যথা ও খিঁচুনি অনুভবের পর প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমে বলেন, “হাসান মাসুদের ইস্কেমিক স্ট্রোক হয়েছে। পাশাপাশি তিনি মাইল্ড হার্ট অ্যাটাকেও আক্রান্ত হয়েছেন।”

তিনি আরও জানান, “বর্তমানে নিউরোলজি, কার্ডিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। সাধারণত এ ধরনের রোগীদের ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।”

প্রসঙ্গত, হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কর্মরত ছিলেন।

সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। পরবর্তীতে ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রসহ বহু টেলিভিশন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ