Views Bangladesh Logo

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব

নপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা হয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সন্তান জন্ম দিয়েছেন তার স্ত্রী শাম্মা দেওয়ান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অপূর্ব ঘরে কন্যাসন্তানের আগমনের সুখবর জানান।

পোস্টে নবজাতকের হাতের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ! আমাদের কন্যা এসেছে। আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। স্বাগতম, প্রিয় আনায়া।'

পরিবার সূত্র জানায়, মা ও নবজাতক উভয়ই সুস্থ আছেন। অপূর্ব ভক্তদেরও অনুরোধ করেছেন তার ছোট্ট মেয়ের জন্য দোয়া করার।

অপূর্ব ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী শাম্মা দেওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চার বছর পর তাদের প্রথম সন্তান জন্ম নিল। এর আগে ২০১১ সালে তিনি নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন; সেই দাম্পত্যে তাদের পুত্র জায়ান ফারুক আয়াশ জন্মগ্রহণ করেন। অদিতির আগে তিনি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে বিবাহিত ছিলেন।

অপূর্বর কন্যার আগমনে সহকর্মী ও ভক্তদের অভিনন্দন বার্তায় সামাজিক মাধ্যম ভরে উঠেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ