জামিন পেলেন কবি শামীম আশরাফ
কবি ও গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শুনানি শেষে ময়মনসিংহের ৩ নম্বর আমলী আদালতের বিচারক তাজুল ইসলাম সোহাগ তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গতকাল রবিবার রাতে ময়মনসিংহ সিটি করপোরেশন ও মেয়রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে শামীম আশরাফকে আটক করে ময়মনসিংহ কতোয়ালি থানা পুলিশ।
শামীমের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, পোস্টার ডিজাইনের মাধ্যমে তিনি ময়মনসিংহ সিটি করপোরেশন এবং মেয়র একরামুল হক টিটুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।
এ ব্যাপারে গতকাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ‘মেয়রবিরোধী অপপ্রচার’ পোস্টার ছড়ানোর ঘটনায় শামীম ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র একরামুল হক টিটুর সমর্থকদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করায় শামীমকে আটক করা হয়েছে। যারা ৯ মার্চ অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে আজ সকালে নগরীর জিরো পয়েন্টে শামীম আশরাফের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মামলা প্রত্যহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করে ময়মনসিংহ সাহিত্য সংসদ ও বিক্ষুব্ধ সংস্কৃতিকর্মীরা। এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা কবি ও সাহিত্যিক ফরিদ আহমেদ দুলাল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে